ইসলামে কদর ও কজা বিশ্বাস
ইসলাম মতে, কোনো কিছুই ইচ্ছাকৃত বা আকস্মিকভাবে ঘটে না। বিশ্বজগৎ এক নিখুঁত নিয়মের মাধ্যমে পরিচালিত হয়। এই নিয়মকে বলা হয় “কদর” — অর্থাৎ, আল্লাহ্র পূর্বজ্ঞান এবং নির্দিষ্ট মাপে সবকিছুকে নির্ধারণ করা। আর “কজা” হলো, এই নির্ধারিত বিষয়সমূহ নির্দিষ্ট সময়ে বাস্তবায়িত হওয়া।
তবে এটি মানুষের স্বাধীন ইচ্ছাশক্তিকে অস্বীকার করে না। মানুষ বুদ্ধি, ইচ্ছাশক্তি এবং বিবেক দিয়ে সজ্জিত। সে নিজেই সিদ্ধান্ত গ্রহণ করে এবং তার জন্য দায়িত্ব বহন করে। আল্লাহ্ জানেন মানুষ কী সিদ্ধান্ত নেবে, কিন্তু তিনি কাউকে বাধ্য করেন না। এটি এমনই, যেমন একজন জ্যোতির্বিজ্ঞানী সূর্যগ্রহণের আগাম জ্ঞান রাখেন, কিন্তু সেটির কারণ হন না। জানা মানেই কারণ হওয়া নয়।
কুরআনে বলা হয়েছে:
“পৃথিবীতে এবং তোমাদের নিজেদের মধ্যে যেসব বিপদ আসে, তা আমরা সৃষ্টি করার আগেই এক কিতাবে লিখিত ছিল।” (সূরা হাদীদ, ৫৭:২২)
কদরের প্রতি বিশ্বাস মানুষকে প্রশান্তি দেয়: এটি ক্ষতির মাঝে অর্থ খুঁজে পেতে সাহায্য করে এবং সাফল্যকে সংযমী করে তোলে। মানুষ চেষ্টা করে, আল্লাহর উপর ভরসা রাখে এবং ফলাফল আল্লাহর হাতে ছেড়ে দেয়, কারণ তিনিই সবকিছুর সঠিক জ্ঞান রাখেন।